প্রচ্ছদ / প্রচ্ছদ / স্তন ক্যান্সার সচেতনতায় ইবিতে সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতায় ইবিতে সড়ক শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদকঃ

স্তন ক্যান্সার সচেতনতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যান্সার এওয়্যারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) ইবি পরিবার কুষ্টিয়া জোন এর আয়োজনে ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম এর সহযোগিতায় গোলাপী সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে ঝালচত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা ক্যান্সার সচেতনতামূলক স্লোগান ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয় তাহলে আর লজ্জা নয়, সচেতন হলে সব জনতা রক্ষা পাবে মা বোনেরা, লজ্জা করে নেই কাজ সচেতনতাই হবে প্রধান কাজ’ সম্বলিত ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। এসময় ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি সালমান শাহাদাত ও সাধারণ সম্পাদক মিরা খাতুনসহ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও শিক্ষার্থীরা স্তন ক্যান্সার, জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় ক্যান্সারের লক্ষণ, রোগের প্রকোপ ও প্রতিরোধ সম্পর্কিত লিফলেট বিতরণ ও সাধারণ সভা করা হয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …