প্রচ্ছদ / ঢাকা / স্বপ্নবাজের উদ্যোগে স্বাধীনতা দিবসে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ

স্বপ্নবাজের উদ্যোগে স্বাধীনতা দিবসে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ

শরিফ উদ্দিন ভুঁইয়া, নিজস্ব প্রতিবেদকঃ-

গতকাল পুরোদিনব্যাপী স্বপ্নবাজ পরিবারের উপদেষ্টা ডাঃ নওমি আফরিন বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। দরিদ্র ও অসহায় রোগিদের ফ্রি ঔষধ সরবরাহ করা হয় ড্রাগ ইন্টারন্যাশনাল, টঙ্গী, গাজীপুর এর সহযোগিতায়।

“সুস্থ দেহে, উপভোগ করুন স্বাধীনতার স্বাদ” এই স্লোগান নিয়ে ঢাকার রূপগঞ্জে কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী পরিচালিত হয় এ ক্যাম্প।

শতাধিক রোগিকে চিকিৎসা সেবা দেয়া হয় সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর এ বি এম আফাজ উদ্দিন (প্রাক্তন প্রিন্সিপাল টঙ্গী সরকারি কলেজ) । স্বপ্নবাজ পরিবার থেকে উপস্থিত ছিলেন স্বপ্নবাজ প্রেসিডেন্ট খাদিমুল ইসলাম দিনার, গাজীপুর স্বপ্নবাজ প্রেসিডেন্ট ফয়সাল আহমেদ সজীব, কিশোরগঞ্জ স্বপ্নবাজ প্রেসিডেন্ট হোসাইন আহম্মেদ সাদী, যশোর স্বপ্নবাজ প্রেসিডেন্ট আলমগীর হোসাইন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বপ্নবাজ প্রতিনিধি নওরিদ বিন আফাজ । আরো অনেকেই সার্বিকভাবে সহযোগীতা করেছেন।

উক্ত আয়োজনে স্বপ্নবাজের সকলের চাওয়া ছিল এমন উদ্যোগ দেশের সকল প্রান্তে ছড়িয়ে পড়ুক। সারাদেশের বিত্তবানদের সুনজর কামনা করেন ডাঃ নওমি আফরিন। শান্তির প্রত্যয়ে মানবিক বিশ্ব গড়ার আহবান জানান স্বপ্নবাজ প্রতিষ্ঠাতা খাদিমুল ইসলাম দিনার।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …