প্রচ্ছদ / ক্যাম্পাস / স্বাধীনতা দিবসে নোবিপ্রবির উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন

স্বাধীনতা দিবসে নোবিপ্রবির উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন

মাইনুদ্দীন পাঠান (সিএন নিউজ নোবিপ্রবি প্রতিনিধি)

মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

২৫ শে মার্চ (সোমবার) রাত ৯ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহীদ মিনারে উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান এর নেতৃত্বে উক্ত কর্মসূচি পালন করা হয়।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

এসময় স্বাধীনতার ঘোষক, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদদের কে শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. অহিদুজ্জামান বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধাচরণকারী অভিশপ্ত পাকিস্তানি এবং যে সকল রাজাকারদের এখনো বিচার হয়নি তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। তিনি আরো বলেন, আমাদের শপথ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে একত্রে কাজ করা।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য