সিএন নিউজ২৪.কম ।
একআকাশ বিশালতাকে ছাড়িয়ে
বন্ধুত্ব বাসা বাধে হৃদয়ের মহা নীলিমায়
বন্ধুত্ব কী জানো?
বন্ধুত্ব মানে হৃদয় আত্মার মহামিলন
বন্ধুত্ব মানে বিনি সুতার বন্ধন
বন্ধুত্ব মানে দুঃখের ভাগাভাগি
বন্ধুত্ব মানে কষ্টের আলিঙ্গন।
সুখের পেয়ালায় চুম্বনে চুম্বন
বন্ধুত্ব মানে স্বার্থহীন ভালোবাসার অমোঘ বন্ধন
বন্ধুত্ব মানে আকাশের সীমাহীন সীমানা।
পুঁজিবাদী সমাজের অবয়বে বন্ধুত্বকে দেখেছো?
এতো স্বার্থপরতায় আচ্ছাদিত বন্ধুত্বের মেকি বন্ধন
এরা সুসময়ে দুধের মাছির মতো আসে
স্বার্থসিদ্ধি হলে কেটে পড়ে নিজের মতন করে।
এরা হাসতে হাসতে খুন করতে কুন্ঠিত হয় না এতটুকু
গিরগিটির মতো বদলায় যখনতখন
সাপের মতো ছোবল মারে যথাতথা।
তারা বন্ধুর সাফল্যে হাসে কাষ্ঠহাসি
হৃদয় তাদের ভেঙে হয়ে যায় চৌচির
স্বার্থের ঘরে বসত করে চন্ডালীর হাওয়া
এরা কষ্টে হাসে, সুখে কাঁধে বন্ধুর তরে।
মুখের বচনে কাব্য বানায়
আড়ালে গদ্য রচিয়ে বেড়ায়
বন্ধুর বিপদের নিছক ছুঁতোয় পালিয়ে যায়
অচেনা বন্দরে।
স্বার্থটাকে উপজীব্য করে বেড়ে ওঠে
নিজের ভুবনে,
সদা ব্যস্ত থাকে নিজের স্বার্থটারে নিয়ে
এরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বার্থপরতার স্বপ্নে থাকে বিভোর
স্বপ্ন বাস্তবায়নে সতত কুটচালে
কাটায় বেজায় সময়।
তারা ভাবে বন্ধুত্ব মানে প্রয়োজনে কাছে টানা
অপ্রয়োজনে ছুড়ে ফেলে দেয়া,
বন্ধুত্বের আবেগী হাওয়ার বদল করে
পরের স্বার্থরোধ করে
আপন আপন স্বার্থের জয়গান করে।
,
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: Buy guns online usa
Pingback: y8
Pingback: freshbet casino app
Pingback: giochi da tavolo disponibili su winnita
Pingback: aviator bahis giriş
Pingback: ปั้มไลค์
Pingback: clothing manufacturer