মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা।
কুমিল্লার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “হৃদয়ে কুমিল্লা”র পক্ষ হতে কুমিল্লা জেলার তিতাশ উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। আজ মঙ্গলবার উপজেলার কাঁঠালিয়া মডেল স্কুলে কম্বল বিতরনের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “হৃদয়ে কুমিল্লা” সংগঠনের এডমিন মো. ইমরান হোসাইন, এডমিন মো. মাসুদ রানা, সহ অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মো. ফজলু মিয়া (বীর মুক্তিযুদ্বা), ইসলাম মাষ্টার, মুকবুল মাষ্টার,সাইদুল ইসলাম মাষ্টার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাজিব, ইয়াকুব মাষ্টার এবং সংগঠনের মডারেটর বশির আহাম্মেদ সহ মডারেটর মো. শাহিন মিয়া ৷
শীতবস্ত্র বিতরনের সময় সকলের মাঝে বক্তব্য রাখেন প্রধান অতিথি বলেন- তারা এই আয়োজন করতে পরে গর্ববোধ করছে। তাছাড়া তাদের শীতবস্ত্র বিতরনের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো জানান “হৃদয়ে কুমিল্লা” সংগঠন সামাজিক কাজের পাশাপাশি রক্তদানে ভূমিকা রাখছেন। বীর মুক্তিযদ্ধা ফজলু মিয়া এই উদ্যোগকে স্বাগতম জানান এবং আগামীতে সংগঠন এগিয়ে যাওয়ার লক্ষে কথা বলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: BWIN CASINO อาณาจักรวาลแห่งโลกเดิมพัน
Pingback: บริการพ่นฉนวนพียูโฟม
Pingback: Go X app
Pingback: รับจำนำรถ