প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / হেসাখাল ব্লাড গ্রুপ’কে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে উপহার দিতে চান “রাকিব”

হেসাখাল ব্লাড গ্রুপ’কে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে উপহার দিতে চান “রাকিব”

সিএন নিউজ২৪.কম ডেস্ক:-

“তুচ্ছ নয় রক্তদান, রক্তদানে বাঁচুক প্রাণ। আপনিও এগিয়ে আসুন এবং মানুষকে সচেতন করুন” এই স্লোগানকে ধারণ করে এগিয়ে যাচ্ছে কুমিল্লা নাঙ্গলকোটের ‘হেসাখাল ব্লাড গ্রুপ’ নামক সংগঠনটি।

মোঃ আবদুল্লাহ আল রাকিব নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের কৃতি সন্তান। ছোট বেলা থেকেই তিনি সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত এই তরুন উদীয়মান সংগঠক । এইবার তিনি (হেসাখাল ব্লাড গ্রুপ) নামক সামাজিক সংগঠনকে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে উপহার দিতে চান নাঙ্গলকোটের মানুষকে। তিনি সিএন নিউজকে জানান তার স্বপ্ন হলো ভালো কিছু করে হেসাখালের মানুষের সেবা করা।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …