আল্ আমিন শাহেদঃ
কুমিল্লার হোমনায় রাম কৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা ভিত্তিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয় ।
আজ ০৪/০৪/২০১৯ রোজ বৃহঃবার, উক্ত অনুষ্ঠানে এটিএম আঃ মতিন সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল বাশার মোল্লা সভাপতি উক্ত বিদ্যালয় ও বিশেষ অতিথি ডাঃ গোলাম মোস্তফা এমবিবিএস, বিসিএস স্বাস্হ্য, কসবা, উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন।
উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মজিবুর রহমান মেম্বার ও সিদ্দিকুর রহমান মেম্বার। আরো উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, জামির হোসেন, রাম কৃষ্ণপুররকে, কে আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান ও শিক্ষক বৃন্দ, সিএন নিউজের উপদেষ্টা সম্পাদক ও অদম্য ৯৮ এর সমন্বয়ক সাংবাদিক আল্ আমিন শাহেদ, সাংবাদিক সৈয়দ আনোয়ার ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে গান, নাচ ও নাটিকা অনুষ্ঠিত হয়।
বিজয়িদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন জনাব জহিরুল ইসলাম সিনিয়র শিক্ষক ও খেলা পরিচালনা করেন শরির চর্চা শিক্ষক জনাব নজরুল ইসলাম সাহেব।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: Prayer
Pingback: click over here now
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: บ้านผลบอล ยูฟ่าแชมเปียนส์ลีก
Pingback: เทปใส
Pingback: 一次性電子煙