আল-আমিন শাহেদ, (সিএন নিউজ নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার হোমনায় ৫৭নং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ৩ টার দিকে বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজেন্দ্রপুর সেনানিবাসের প্রধান নির্বাহী অত্র গ্রামের কৃতিসন্তান উপ সচিব মো. মোজাম্মেল হক । সমাবেশ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যাংকার স্ট্যান্ডার্ড চার্টন্ড ব্যাংকের ব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান ।
বিদ্যালয়ের গর্ভনিংবডির সভাপতি সাংবাদিক আক্তার হোসেনের সভাপতিত্বে কৃষিবীদ মো. আল-আমিন এর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন সাবেক বিসিএস ক্যাডার প্রশাসন মো. রফিকুল ইসলাম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আব্দুল হক সরকার,বাংলাদেশ টেনারী এসোসিয়েশনের ট্রেজারার এস এম আওলাদ হোসেন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবীর,সাংগঠনিক সম্পাদক কবির আহম্মদ, উপজেলা আ’লীগের ত্রাণবিষয়ক সম্পাদক শামীম আহম্মেদ,দাউদকান্দি প্রেস ক্লাব ও হোমনা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. হানিফ খান, সিএন নিউজের উপদেষ্টা সম্পাদক আল-আমিন শাহেদ, প্রধান শিক্ষক রকিব উদ্দিন, মো. ফজলুল হক, ইউপি সদস্য সালে জহর, সাবেক ইউপি সদস মো. ফজলুল হক, অভিভাবক আবদুর রব, আঃ করিম ও আসমা আক্তার প্রমুখ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । সর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন উক্ত বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: navigate to
Pingback: here
Pingback: personal trainer bangkok
Pingback: Book of Ra Slot
Pingback: бренд Kleo
Pingback: monixbet online
Pingback: เว็บตรงฝากถอนง่าย