আল্ আমিন শাহেদ- হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শামসুজ্জামান (জামান) এর মৃত্যুতে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনার্থে অত্র বিদ্যালয়ের মিলতায়নে সকাল ১০:৩০ টায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মোহাম্মাদ শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম। উক্ত দোয়ার মাহফিলের দোয়া পরিচালনা করেন রামপুর(রহমতপুর) এমদাদুল উলুম মাদ্রাসার মুফতি নজরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল হক সরকার ও সাধারন সম্পাদক কেএম আতিকুর রহমান। উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক বশিরুল ইসলাম, সাবেক শিক্ষক বাবু অনিল চন্দ্র সাহা, সাবেক শিক্ষক আবু তাহের মুক্তিযুদ্ধা সিদ্দিকুর রহমান, আবুল কাশেম, তাজুল ডাক্তার, সমাজ সেবক জাহাঙ্গীর আলম। উক্ত অনুষ্ঠানে স্মৃতি চারনমুলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, সহকারী শিক্ষক মমিনুল ইসলাম। কলাগাছিয়া এম,এ উচ্চ বিদ্যালয়ের সাবেক পন্ডিত শিক্ষক মিহি লাল দেব নাথ, ভুরভুরিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক এনামুল হক, সাবেক অভিভাবক সদস্য আবদুল্লাহ আল হাসান, অভিভাবক জাহাঙ্গির আলম টিপু, তফাজ্জল হোসেন ট্টুক্কু, রামকৃষ্ণপুর কে,কে আর কে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওয়ারিশ মিয়া,শ্রীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বর্তমান অভিভাবক সদস্য ডাঃ কামরুল ইসলাম, লাভলু হাসান ফারুক, নজরুল ইসলাম। রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কায়েস মিয়া, ববক্তব্য রাখেন দৈনিক দেশকাল পত্রিকার হোমনা প্রতিনিধি আল্ আমিন শাহেদ। আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পরিশেষ সভাপতি ইন্জিনিয়ার শফিকুল ইসলাম স্মৃতিচারনমুলক বক্তব্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন ও দোয়ার মাধ্যমে মরহুমের বিদেহী আত্তার মাগফেরাত কামনা করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Aviator Game
Pingback: mm88big ทางเลือกใหม่ของนักแทงบอล
Pingback: รับทำเว็บไซต์
Pingback: เรียนต่อประเทศจีน
Pingback: หนองใน