মাজহারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।
৫৪ তম জন্মদিন উপলক্ষে নতুন রুপে সেজেছে শাটল এর পাঠশালা সবুজ পাহাড়ে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম এর হাটহাজারী থানার অধীন ঝোপড়া গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এটি উদ্বোধন করেন পূর্ব পাকিস্তান এর গর্ভনর ও চ্যান্সলর আব্দুল মোনেম খান।
চারটি বিভাগ ২০০ জন শিক্ষারর্থী ৭ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়। প্রথম ভিসি ছিলেন ডক্টর এ আর মল্লিক।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে উলেক্ষযোগ্য অবদান রাখে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়। ১৯৭১ সালের ৮ মার্চ উপাচার্যের নেতৃত্বে
চবি সংগ্রাম পরিষধ গঠিত হয়।মুক্তিযুদ্ধে ১ জন শিক্ষক ১১ জন ছাত্র ও তিনজন কর্মকর্তা কর্মচারী নিহত হয়।যুদ্ধে বীরত্বের জন্য প্রকৌশল দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ হোসেনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের হিসাব অনুযায়ী ২৭ হাজার ৮৭২ জন শিক্ষার্থী ৮৭২ জন শিক্ষক ৩১১ জন কর্মকর্তা কর্মচারী রয়েছে। ৯টি অনুষদ ৫২ টি বিভাগ ৬টি ইনস্টিটিউট রয়েছে।১১ টি হল রয়েছে যার মধ্যে ৭ টি ছেলেদের ৪টি মেয়েদের। এবং ১ টি আবাসিক ব্লক রয়েছে।
তিন লক্ষের অধিক বই নিয়ে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি।
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জাতিতাত্বিক জাদুঘর রয়েছে এ ক্যাম্পাসে। শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনুস, পদার্থবীদ জামাল নজরুল ইসলাম, কবি আহসান হাবীব, ইমেরিটাস অধ্যাপক ড.আনিসুজ্জামান খ্যাতিমান সাহিত্যক আলাউদ্দিন আল আজাদের মতো গুণীজনদের পদচারণায় মুখরিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে