এস আই ইমরানঃ-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের, ঐতিহ্যবাহী মানিকগংগা ভুঁইয়া বাড়ীর কৃতি সন্তান, জাতীয়তাবাদী দেশনেত্রী ফোরামের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রবাসী ব্যবসায়ী আলাউদ্দিন ভুঁইয়ার ব্যক্তিগত পক্ষ থেকে, আগামী ১২ ই মে বক্সগঞ্জ ইউনিয়ন ব্যাপী ৫০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হবে ।
এই বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রভাবশালী নেতা আলাউদ্দিন ভুঁইয়া, সিএন নিউজ২৪.কম’কে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার এই কার্যক্রম ।
তিনি আরও জানান আমার রাজনীতির বাহিরে ও নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের সবচেয়ে ঐতিহ্যবাহী আমাদের মানিকগংগা ভুঁইয়া পরিবার সবসময় মানুষের পাশে থাকার অংশ হিসেবে আমার এই কার্যক্রম ।
তিনি সবার কাছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা এবং তার পূর্বপুরুষ কাদির ভুঁইয়া (প্রতিষ্ঠাতা বক্সগঞ্জ জামে মসজিদ যেটি সবার কাছে কাদির ভুঁইয়া মসজিদ নামে পরিচিত) ও ইউসুফ ভুঁইয়া ঋন সালিশি বোর্ডের সাবেক ভাইস প্রেসিডেন্ট(ব্রিটিশ পিরিয়ড) তালুকদার মনোহর আলী ভুঁইয়া , চেয়ারম্যান মোবারক আলী ভুঁইয়া , হাজী সফিকুর রহমান মেম্বার সহ কবরবাসীদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি সকলকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন এবং করনা দুর্যোগ শেষ হওয়া পর্যন্ত ওনি বক্সগঞ্জের সাধারণ মানুষের পাশে থাকবেন জানান ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: av
Pingback: โบลเวอร์ kruger
Pingback: jav
Pingback: https://asc-aktobe.kz/home