
মাইনুদ্দিন পাঠান নোবিপ্রবি প্রতিনিধি
” বিবেক এইড ফাউন্ডেশন ” এর উদ্যোগে Humanity Will Win” এই স্লোগানকে সামনে রেখে ৭০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য দ্রব্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
২৩ শে মে (বুধবার) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার নলডাংগা ইউনিয়নের দশলিয়া, নলডাংগা, মান্দুয়া পাড়া ওয়ার্ডের মাঝে এ খাদ্য দ্রব্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসে বিপর্যস্ত মানুষের মাঝে এই উপহার সামগ্রিক বিতরণ কাযক্রম পরিচলিত করেন “বিবেক এইড ফাউন্ডেশন ” এর গাইবান্ধা জেলার প্রতিনিধি অবসর প্রাপ্ত সরকারি ব্যংক কমকর্তা জনাব তন্ময় লাহিড়ীর পুত্র তুষার লাহিড়ী।
এই কাযর্ক্রমে আর সহযোগিতা করেছেন জয়, নাহিয়ান আহমেদ, সাক্ষর দত্ত এবং তৃষা লাহিড়ী।
তুষার লাহিড়ী বলেন, “বিবেক এইড ফাউন্ডেশন” একটি দানশীল সংগঠন। এই সংগঠনটি দেশের যে কোনো দূর্যোগে দেশের জন্য কাজ করে আসছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবেন । তিনি সংগঠনটির সকলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে