প্রচ্ছদ / শিক্ষাঙ্গন / ৮ দেশের বিশেষজ্ঞদের নিয়ে ইবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

৮ দেশের বিশেষজ্ঞদের নিয়ে ইবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

ইবি প্রতিনিধিঃ

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সামাজিক উন্নয়ন বিষয়ক এশিয়-প্রশান্ত মহাসাগরীয় আন্তর্জাতিক জোট আইসিএসডিএপি’র ৭ম দ্বি-বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর স্যোসাল ডেভেলপমেন্ট এশিয়া প্যাসিফিক (আইসিএসডিএপি) ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্যোসাল ওয়েলফেয়ার বিভাগের যৌথ আয়োজনে’সোস্যাল আনরেন্স, পিচ এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়েছেন এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশের ৮ দেশের ৪৭ বিদেশি বিশেষজ্ঞসহ ২৬৭ জন সমাজতাত্ত্বিক, শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন বিশারদ এবং গবেষক।
সম্মেলনের সহযোগী আয়োজক সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব সোস্যাল সায়েন্স এবং থাইল্যান্ডের থাম্মাসাট বিশ্ববিদ্যালয়।

 


বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সামাজিক অসন্তোষের কারণে অর্থনৈতিক উন্নয়নের গতি শ্লথ হবার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও শান্তির পথ বাঁধাগ্রস্ত হচ্ছে। অনেক দেশেই জাতিগত নিধন এবং গণহত্যার শিকার হয়ে শান্তি ও নিরাপত্তার খোঁজে দিগ্বিদিক জ্ঞানশূণ্য মানুষ প্রতিবেশী ভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে। আবার উন্নয়নশীল দেশের মানুষ উন্নত দেশে প্রবেশ করছে। ঐচ্ছিক ও বলপ্রয়োগের এমন অভিবাসন প্রক্রিয়া বিশ্বের জাতীয়তাবাদ মুখী রাজনৈতিক দল ও সরকারসহ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আদর্শ ও মূল্যবোধগত প্রশ্ন এবং উত্তপ্ত বিতর্কের চ্যলেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। আবার নিজ দেশের ভেতরে দ্রব্যমূল্য বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন, সহিংসতার মাধ্যমে শ্রেণি, লিঙ্গ, অঞ্চল এবং ধর্মের মধ্যে সামাজিক অস্থিরতার বীজ রোপিত হচ্ছে।

একই সময়ে দ্বন্দ্ব নিরসন করে শান্তির আনয়নের লক্ষ্যে প্রচেষ্টাও চলমান। বিশ্বায়নের যুগে শান্তির পথ হিসেবে দ্বন্দ্ব নিরসনের চেষ্টাকেই গুরুত্বের সাথে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হয়। কেননা এ প্রক্রিয়ার মাধ্যমেই সামাজিক স্থিতিশীলতা অর্জন করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

সামাজিক অস্থিরতার মাধ্যমে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করে শান্তির পথনির্দেশ করা এবং শান্তি ও উন্নয়নের জন্য ভবিষ্যত সম্ভাবনার দ্বার উন্মোচন করাই আন্তজাতিক এই সম্মেলনের লক্ষ্য।

চলমান বৈশ্বিক সামাজিক সঙ্কট হতে উত্তোরণের পথ খুঁজতে এসব বিষয়ের ওপর যথা গুরুত্বে আলোচনা করেন গবেষকগণ।

সম্মেলনে ড. মিথুন মোস্তাফিজ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ইবির উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন উর রশীদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, অন্যতম পৃষ্ঠপোষক আইসিএসডির সভাপতি ও চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া এর সমাজকর্ম বিভাগের অধ্যাপক মনোহর পাওয়ার ও সমন্বয়ক অধ্যাপক ড. মামুনুর রহমান ও আইসিএসডিএপি’র সভাপতি ড. অশোক কুমার সরকার ও রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য প্রফুল্ল সি সরকার।

প্রসঙ্গত, আন্তর্জাতিক এই জোটের ৬ষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছিল সিঙ্গাপুরে।

এছাড়াও চেক করুন

যুব রেডক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা

মোশারফ হোসেন রায়হানঃ সেচ্ছাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন …

৪ মন্তব্য

  1. Pingback: i like this

  2. Pingback: สิว

  3. Pingback: ufabet789

  4. Pingback: ปั้มไลค์