নিজস্ব সংবাদ দাতা, বান্দরবান প্রতিনিধিঃ
চট্রগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্য বান্দরবানে অনিদিষ্ট কালের পরিবহন ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কোন ধরণের দূর পাল্লার যাএীবাহী বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে দূর পাল্লার যাত্রী ও সাধারণ পর্যটকরা।
ধর্মঘটের কারণে বান্দরবান শহর থেকে চট্রগ্রাম -ঢাকা – কক্সবাজার – রাংগামাটি উদ্দ্যাশে কোন ধরণের যাএী বাহি ও পণ্যবাহি কোন পরিবহন ছেড়ে যায়নি।
বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু দে জানান – পরিবহন মালিক সমিতির ৯ দফা দাবির সর্মথনে বান্দরবানে অনিদিষ্ট কালের পরিবহন ধর্মঘট চলছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: หนังใหม่พากย์ไทย
Pingback: vg98
Pingback: รับจด อย
Pingback: look these up