প্রচ্ছদ / সিলেট / ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইবি ছাত্র ইউনিয়নের সম্পাদক বহিষ্কার

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইবি ছাত্র ইউনিয়নের সম্পাদক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদকঃ
ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ছাত্র ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সাদিকুল ইসলাম এর ফেসবুক আইডি (জিকে সাদিক) থেকে বিভিন্ন জাতীয় বর্ষিয়ান রাজনীতিবিদসহ বুদ্ধিজীবী, রাজনৈতিক দল সম্পর্কে অশ্লীল, ব্যাঙ্গাত্মক, আপত্তিকর প্রতিহিংসামূলক ও নৈতিক মূল্যবোধ পরিপন্থী বক্তব্য ধারাবাহিকভাবে উপস্থাপন করা হচ্ছিল।

তার প্রদত্ত স্ট্যাটাস বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্ট করেছে যা বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির কারণ হতে পারে এইজন্য তাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা মোতাবেক তাকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা পত্র প্রাপ্তির সাত(৭) দিনের মধ্যে ব্যখ্যা দিতে বলা হয়েছে।

জানা যায়, জিকে সাদিক তার ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর চেয়ে আমাকে বেশি ব্যথিত করে এই মৃত্যুগুলো। যারা সারা বছর রাষ্ট্রের কোষাগারে অর্থের জোগান দেয় কিন্তু মরে বিনা চিকিৎসায়। অন্যদিকে সেই কোষাগার লুট করা ব্যক্তিগুলো পায় সর্বোচ্চ চিকিৎসা। ‘

‘যেসব গাল খেচক ও দালাল বুদ্ধিজীবিরা বলেন যে গত দশ বছরে সরকার উন্নয়ন করে দেশের অবস্থা আসমানে তুলে ফেলেছে সেসব ‘চু.. ভাই’ বুদ্ধিজীবীদের বলি তোদের বাপ সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম সরকারি হাসপাতাল রেখে বেসরকারিতে কেন চিকিৎসা নিতে গেছে।’

এই লেখা সম্বলিত স্ট্যাটাসের স্ক্রিনশট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীরা ফেসবুকে পোস্ট করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিচারের দাবী জানায়।

এ বিষয়ে জিকে সাদিক বলেন, ‘আমার কিছু ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীর প্রতিবাদের প্রক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসানের সিদ্ধান্তের বিষয়ে অবগত হয়েছি। এটা সাময়িক বহিষ্কারাদেশ। আমাকে কারণ দর্শানোর জন্য সাত দিন সময় দেয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে আমার যৌক্তিক অবস্থান তুলে ধরে কারণ দর্শাবো।’

Il oriente les hommes vers le médicament pour l’impuissance piluledelibido.com convenant à leur état de santé ou les mesures sont très faciles à mettre en œuvre, dans d’autres cas, l’utilisation de médicament la puissance ne nuit pas à votre santé. Comprenant tout à fait la situation dans laquelle il se trouvait, a l ‘opposé de Vardenafil est le mieux adapté à la plupart des patients.

এছাড়াও চেক করুন

এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক:– এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে …