
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলায় পূজা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাগাম্ভীর্য বজায় রেখে উদযাপনের জন্য বাংলাদেশ পুলিশ সার্বিক ব্যাবস্থা গ্রহন করেছে । এ লক্ষ্যে জেলা পুলিশ থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে নিমক্ত বিষয়গুলো মানতে অনুরোধ করা হয়েছে
১. ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মন্দির মণ্ডপ এর প্রবেশ পথে হাত ধোয়া ও হ্যান্ড সানি টাইজেরের ব্যাবস্থা রাখা ।
২. মন্দির ও আশপাশের এলাকা গুলোতে জীবাণুনাশক স্প্রে করার অনুরোধ করা হচ্ছে।
৩. পূজা মন্ডপে আগ ত সকলকে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে ।
৪. মন্ডপে একসাথে ২৫ এর অধিক দর্শনার্থী প্রবেশ সীমিত রাখতে আয়োজকদের অনুরোধ করা হচ্ছে ।
৫. মন্ডপে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক প্রবেশ ও নির্গমন ব্যাবস্থা রাখুন ।
৬. পূজা উদযাপন কমিটি কর্তৃক পানি, লাইট, টয়লেট এর বাবস্থ রাখতে হবে ।
৭. সামাজিক যোগযোগ মাধ্যমে, ব্লগ বা ছবির আপলোড করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা করলে পুলিশ কে অবহিত করুন ।
৮. সন্ধ্যার পরে মন্দিরে বা পূজা মন্ডপে সমাবেশ ও আরতি প্রদর্শন বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
One comment
Pingback: เว็บไซต์สล็อต