প্রচ্ছদ / প্রচ্ছদ / নড়াইলে ঊষার আলো ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নড়াইলে ঊষার আলো ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নড়াইল সংবাদদাতা।

নড়াইলে ঊষার আলো সমাজকল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত ঊষার আলো ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪.৩০ মিমিটে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শেষে চ্যাম্পিয়ন আফিয়া স্পোর্টিং ক্লাব, দুর্গাপুর ও রানার্সআপ দল মহিষখোলা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেয়া হয়।

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে মহিষখোলা গ্ল্যাডিয়েটর্স-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আফিয়া স্পোর্টিং ক্লাব, দুর্গাপুর। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন খালিদ সাইফুল্লাহ নোমান ও সেরা গোলকিপার হয়েছেন ইমন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আঞ্জুমানে সাখাওয়াত উল ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, ঊষার আলোর সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন ও সদর উপজেলা সভাপতি সাব্বির আহমেদ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …