আব্দুর রাজ্জাক- নিজস্ব প্রতিবেদকঃ
নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমেদ ভূঁইয়ার উদ্যোগে, যুবলীগের সম্মেলন সফল করতে পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় জালাল আহমদ ভূঁইয়ার নিজ বাড়িতে যুবলীগের ৪৮ তম বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
হেসাখাল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাষ্টার আব্দুল বাতেন এর সভাপতিত্বে, হেসাখাল ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি জালাল আহমদ ভূঁইয়ার সঞ্চালনায়, উক্ত সভায় উপস্থিত ছিলেন হেসাখাল ইউনিয়নের আওয়ামী লীগ- যুবলীগ –
স্বেচ্ছাসেবক লীগ – ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এ সময় যুবলীগের বিভিন্ন ওয়ার্ড-ইউনিটির নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে সম্মেলন স্থলে থাকার পরামর্শ দেন ।
আগামী ১১ নভেম্বর নাঙ্গলকোটে যুবলীগের ৪৮ তম বার্ষিক সম্মেলন সুন্দর ও সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন হেসাখাল ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি জালাল আহমেদ ভুঁইয়া। তিনি বলেন, আগামী ১১ নভেম্বর যুবলীগের ৪৮ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ১১ তারিখের সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সম্মেলন স্থলে এসে একটি সুন্দর, শু-শৃঙ্খল ও জাঁকজমকপূর্ণ সম্মেলন উপহার দেয়ার আহবান জানান।
হেসাখাল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন বলেন, যুবলীগের সম্মেলনকে আরো সুন্দর-জাঁকজমকপূর্ণ ও সফল করতে আজকের এই প্রস্তুতি সভা।
বিগত দিনের ন্যায় দলের জন্য কাজ করার আহবান জানান তিনি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে