সিএন নিউজ নিজস্ব প্রতিবেদকঃ
নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে গত ১০-১১-২০২০ ।
২১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি – ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক – নাহিন ইবনে হক।

নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যথাক্রমে —
১. সভাপতি আহসান উল্লাহ নিসাদ মজুমদার
২. সিনিয়র সহ সভাপতি -ফরহাদ রেজা
৩. সহ সভাপতি- সাইফুল -পৌরসভা
৪. সহ সভাপতি -আলাউদ্দিন -হেসাখাল
৫. সহ-সভাপতি -শিমুল মোল্লা – দৌলখাঁড়
৬. সাধারণ সম্পাদক – বাহার
৭ . সিনিয়র যুগ্ন সাধারণ -হারুন অর রশিদ হিরন – বটতলী
৮ . যুগ্ন সাধারণ -হাসান – মক্রবপুর
৯. যুগ্ন সাধারণ -রাজু – আদ্রা দঃ
১০ . ফরহাদ চৌধুরী – মৌকরা
১১ .সাংগঠনিক -ফয়সাল ভূঁইয়া ইমন -জৌড্ডা
১২ .সহ সাংগঠনিক SK সুজন -রায়কোট উঃ
১৩ .সহ-সাংগঠনিক অপি চৌধুরী – জোড্ডা পূর্ব
১৪ .প্রচার সম্পাদক – শাহরিয়ার – রায়কোট দক্ষিণ
১৫ .সহ প্রচার -অন্তর – পৌরসভা
১৬ .দপ্তর – ফরিদ ছোট -মৌকরা
১৭ .তথ্য বিষয়ক – মহন – পেরিয়া
১৮ .সদস্য — সৈকত — বাংগড্ডা
১৯ .সদস্য — খুরশিদ — ঢালুয়া
২০ .সদস্য -বাবলু হোসেন — আদ্রা উঃ
২১ . সদস্য — শাহাদাত — পেরিয়া
২২ .সদস্য — গাজী সুমন — আদ্রা উত্তর।
উপদেষ্টা হিসেবে রয়েছেন —
১/ গাজী সামছু – সাধারণ সম্পাদক, ঢালুয়া ইউনিয়ন বিএনপি ।
২/ মাসুদ হাজারী – সাধারণ সম্পাদক , রায়কোট উত্তর বিএনপি ।
৩ / মনিরুল ইসলাম মনির – সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক , নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল।
৪/ কামরুজ্জামান টিটু – সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে