প্রচ্ছদ / ঢাকা / দিগন্তের আলো ব্লাড ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচি পালন

দিগন্তের আলো ব্লাড ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচি পালন

সিএন নিউজ ২৪. কম নিজস্ব প্রতিবেদক :-

দিগন্তের আলো ব্লাড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সুইট বার্ড স্কুল, ২৪/৩ মনসুরাবাদ-৪, আদাবর-এ ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি ঔষধ প্রদান এবং রক্ত দান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসময়ে অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মইনুল ইসলাম (স্বাস্থ্য বিষয়ক ও ব্যবস্থাপনা পরিচালক, দিগন্তের আলো ফাউন্ডেশন)। এছাড়াও চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ রত্না ইসলাম ও ডাঃ আকাশ ইসলাম। ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত দান কর্মসূচির আয়োজনে সার্বিক সহোযোগিতা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেহেলী খান রত্না চেয়ারম্যান, দিগন্তের আলো ফাউন্ডেশন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আশ্রাফ আলীম, নির্বাহী পরিচালক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ আলহাজ্ব মোঃ শরীফ শাকী ;আইন উপদেষ্টা, দিগন্তের আলো ফাউন্ডেশন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব আশ্রাফ খান (WHO)। শেখ শফিকুল ইসলাম ; পরিচালক, দিগন্তের আলো ব্লাড ফাউন্ডেশন। আবু সাহেদ সরকার ;পরিচালক, দিগন্তের আলো ফাউন্ডেশন, কাজী জেসমিন নাহার ;শিক্ষা বিষয়ক পরিচালক, দিগন্তের আলো ফাউন্ডেশন, আবু জাহিদ সাদিক ;ধর্ম বিষয়ক পরিচালক, দিগন্তের আলো ফাউন্ডেশন, বিশিষ্ট গায়ক জাহিদ রিপন ;সংস্কৃতি বিষয়ক পরিচালক, দিগন্তের আলো ফাউন্ডেশন ও ফখরুল ইসলাম বিপ্লব ; তথ্য ও পরিদর্শক বিষয়ক পরিচালক, দিগন্তের আলো ফাউন্ডেশন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন লেখক মানিক চৌধুরী ;ব্লাড ও শিক্ষা বিষয়ক কর্ডিনেটর, মোহাম্মদ গোলাম রাব্বানী পারভেজ ব্লাড কর্ডিনেটর।

দীর্ঘ দিন ধরে দিগন্তের আলো ফাউন্ডেশন নানা ধরনের সমাজ সেবা মূলক কাজ করে আসছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশ্রাফ আলিম (আশরাক) এবং চেয়ারম্যান সেহেলী খান রত্না অক্লান্ত পরিশ্রম করে দিগন্তের আলো ফাউন্ডেশন এর সব সদস্যদের নিয়ে লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটয়ে চলছে। ফ্রি চিকিৎসা সেবা প্রদান ছাড়াও দিগন্তের আলো ফাউন্ডেশন রক্ত দান করে আসছে। যেখানে রোগী রক্ত খুঁজে হন্যে হয়ে ঘোরে সেখানে এই সংগঠন ডোনার তৈরি করে রোগী খোঁজে। একজন রোগীও যেন রক্তের অভাবে মারা না যায় এই লক্ষ্য নিয়ে দিগন্তের আলো ব্লাড ফাউন্ডেশন (DABF) কাজ করছে। ফেসবুকে DABF লিখে সার্চ দিলেই দিগন্তের আলো ব্লাড ফাউন্ডেশন এর পেজ চলে আসবে। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন শিক্ষা, সংস্কৃতি, সেনিটেশন, বৃত্তি প্রদান, দুস্তদের জন্য খাবার ও পোশাক প্রদান, আর্সেনিক মুক্ত পানি, শিক্ষা সামগ্রী প্রদান সহ আরো অনেক কাজ করে চলছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

One comment

  1. Pingback: ตรวจ Nipt