
এই আই ইমরান, সিএন নিউজ২৪.কম।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার স্বীকৃত “নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ”
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার টিমের উদ্যোগে ১৪/০৫/২০২০ইং অনুষ্ঠিত হলো ভার্চুয়াল মিটাপ।
উক্ত মিটাপে উপস্থিত ছিলেন মডেরেটর মাহবুব হাছান,কোর ভলেন্টিয়ার নাছির উদ্দীন গাজী,কুমিল্লা জেলার প্রতিনিধিবৃদ্ধ,বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ও সদস্যগন,নাঙ্গলকোট উপজেলার দেশ-বিদেশে থেকে অংশ গ্রহন করেন সকল সদস্যরা।

উক্তমিটাপে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা এম্বাসেডর শাহজাহান আজাদ।
সঞ্চালনা করেন মাহদী হাছান শাহীন।
সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের,যার অবদানে লাখো তরুন তরুনী স্বপ্ন দেখে উদ্যোক্তা হয়ে নিজে স্বাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
দেশের ৬৪ জেলা,৪৭২ টি উপজেলা ও বিশ্বের ৫০ দেশের ৪ লক্ষ সদস্যদের নিয়ে গঠিত এই ফাউন্ডেশন।
এই ফাউন্ডেশন থেকে বিনামূল্যে ৯০দিনের প্রশিক্ষণ নিয়ে ৯০০০ তরুন তরুনী উদ্যোক্তা হয়ে তারা আজ স্বাবলম্বী।

বক্তারা বলেন এই ফাউন্ডেশনের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রতিটি কলেজ,বিশ্ববিদ্যালয়ে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন “উদ্যোক্তা ক্লাব” স্থাপন করা হবে।
সেজন্য সকেলর সহযোগিতা কামনা করেছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে