প্রচ্ছদ / প্রচ্ছদ / ময়মনসিংহে মানুষের মাথার খুলি ও কঙ্কালসহ আটক এক

ময়মনসিংহে মানুষের মাথার খুলি ও কঙ্কালসহ আটক এক

মিজানুর রহমান সুজন,সিএন নিউজ ময়মনসিংহ প্রতিনিধি:-

ময়মনসিংহে মানুষের মাথার ১২ টি খুলি, হাড়, রাসায়নিক কেমিক্যাল এবং চিনি সদৃশ্য রাসায়নিক পদার্থসহ ১ জনকে আটক করেছে পুলিশ।

জানাযায়, নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় ময়মনসিংহের ৩নং ফাঁড়ির পুলিশ ইনচার্জ আমিনুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্সদের নিয়ে রাত ৩ টায় মামলার পলাতক আসামী গ্রেফতার অভিযানে গিয়ে রামকৃষ্ণ মিশন সংলগ্ন একটি বাসায় এসব খুলি, কংকাল এবং রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বাপ্পি (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

ধারণা করা হচ্ছে একটি চক্র বিভিন্ন কবরস্থান থেকে এসব কংকাল ও মাথার খুলি বিদেশে পাচারের উদ্দ্যেশে চুরি করে সংগ্রহ করছিলো।

পুলিশ জানান, ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …