প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটের আলোর পথ ফাউন্ডেশনের শিক্ষা সফর

নাঙ্গলকোটের আলোর পথ ফাউন্ডেশনের শিক্ষা সফর

মু.সাইফুল ইসলাম সবুজঃ

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট ইউনিয়নের মাহিনী এলাকার ‘আলোর পথ ফাউন্ডেশন’ আজ বুধবার কুমিল্লার কোটবাড়ি শালবন বিহারে শিক্ষা সফর করেছে। এলাকার যুব সমাজ এ শিক্ষা সফরে উপস্থিত ছিলেন। সৌদি প্রবাসী ও আলোর পথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর ভূঁইয়া এ আয়োজনের ব্যয়ভার বহন করেন।

এ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনু্ষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে’র সহকারী মহাসচিব ও সাবেক পেরিয়া ইউপি চেয়ারম্যান জনাব সহিদ উল্লাহ মিয়াজী। এতে সভাপতিত্ব করেন আলোর পথ ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোকাররম হোসেন, সমাজ সেবক মহসিন ভূঁইয়া, সমাজ সেবক ইলিয়াছ ভূঁইয়া, মাওলানা জহিরুল ইসলাম, মাষ্টার আলমগীর হোসেন ও খোরশেদ আলম ভূঁইয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আলোরপথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন মো: নজরুল ইসলাম।

এর আগে কোটবাড়ির যাদুঘর, শালবন বিহার, বিশ্ববিদ্যালয়, বার্ড সহ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ঘুরে দেখেন।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …