প্রচ্ছদ / ঢাকা / “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগানে মুখরিত পুরান ঢাকার রাজপথ

“উই ওয়ান্ট জাস্টিস” স্লোগানে মুখরিত পুরান ঢাকার রাজপথ

মোঃ মিনহাজুল ইসলাম,
জবি প্রতিনিধি।

নিরাপদ সড়কের দাবিতে আবারো মুখরিত হলো ঢাকার রাজপথ।গতকাল ঢাকার যমুনা ফিউচার পার্ক এলাকায় বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী(২০) বাসচাপায় নিহত হওয়ায় জড়িতদের বিচার দাবিতে আজ পুরান ঢাকার রায় সাহেব বাজার অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল(বিইউপি) শিক্ষার্থী আবরার বাসচাপায় নিহত হলে প্রগতি স্মরণী অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আজ সকাল নয়টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা মানববন্ধন করে।তারপর একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে রাস্তায় নেমে আসে।এ সময় পুলিশ বাঁধা দিলে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়।পরবর্তীতে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অদূরে রায় সাহেব বাজার পৌঁছে এবং পুরো এলাকা অবরোধ করে রাখে।কিছুসময় পর পুরান ঢাকার আরও কিছু কলেজ ও স্কুলের ছাত্ররাও এসে যুক্ত হয় আন্দোলনে।ফলে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।প্রায় পাঁচ ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।পরে দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেয়।

এসময় শিক্ষার্থীদের মুখে শোনা যায় নিরাপদ সড়ক আন্দোলনের বিখ্যাত স্লোগান “উই ওয়ান্ট জাস্টিস”। বিভিন্ন প্লাকার্ড হাতে স্লোগান দেয় শিক্ষার্থীরা
অনেকে রাস্তায় শুয়ে ও বসে অবরোধ সৃষ্টি করে।তারা নিরাপদ সড়কের দাবিতে ৮ দফা দাবি পেশ করে।দাবি আদায় না হলে আরও বড় আন্দোলনের হুমকি দেন বক্তারা।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …