ডেস্ক রিপোর্টঃ
তারেক রহমানের ৫৬ তম জম্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দিন মুজুর মানুষের মাঝে খাবার বিতরন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিন,ইলিয়াস খাঁন,সানজিদুল ইসলাম ফয়সাল, শফিকুর রহমান,মাহবুব আরিফ,সাব্বির আহমেদ,মাস্টার আরিফ,রাজিবুল হক বাপ্পি,ডি এইচ শিশির,আক্তার আহমেদ, আব্বাস উদ্দিন,শেখ শফিকুল ইসলাম সোহেল,আহাম্মেদ সুমন,ডি কে এস ফারুক, মনিরুজ্জামান,মনির হোসেন, মোবারক,আজিজ আকরাম,ওয়ালিদ আবির,মহিন,ওমর রাজু,নুরুল আলম সোহাগ,নুরুল ইসলাম, রুবেল,হিমু, তৌহিদুল ইসলাম শিপন, শাহাবুদ্দীন স্বপন, কাইসার,ওমর ফারুক,সংগ্রামী রাজু,জেসিন,সাদ্দাম,আরমান,আনু,শারুখ,আকাশ,সজিব প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে