প্রচ্ছদ / রাজশাহী / আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল সংবাদদাতা:-

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে নড়াইলের কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলাবাড়িয়া ইউনিয়ন পল্লীসমাজের উদ্যোগে শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দশানি, বোয়ালিয়ারচর, মাথাভাঙ্গা ও চালনা পল্লীসমাজের নারীরা অংশগ্রহণ করেন।

নারীর প্রতি সহিংসতা বন্ধের আহবান জানিয়ে এ সময় বক্তব্য রাখেন-ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক লিপি বিশ্বাস, পল্লীসমাজের সদস্য দুলিনা বেগম, পারভীন বেগম, লাকি খানম, সম্পা খাতুন, জাহেদা বেগম, কহিনুর বেগম, খুকু খাতুন ও দিপ্তী খানম।

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন বক্তারা।

এছাড়াও চেক করুন

শতকরা ৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে …