সাজেদুর আবেদিন শান্তঃ
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ২টি স্থানে দুসাহসিক চুরি সংঘটিত, স্থানীয় দোকান মালিক গণ চিন্তিত।
জানা যায়, শিবগঞ্জ পৌরসভার নীমতলায় প্রেরণ কাপড় এর দোকানে গতকালে রাতে কে বা কাহারা দোকানের তালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে মূল্যবান কাপড় চোপ সহ নগদ ১৭শত টাকা চুরি করে নিয়ে যায়। প্রেরণা কালেকশন এর স্বত্বাধিকারী রাজু সাথে কথা বললে তিনি বলেন, রাতে বেলা কে বা কাহারা দোকানে তালা কেটে ভিতরে প্রবেশ করে মূল্যবান কাপড় চোপড় চুরি করে নিয়ে গেছে। অপরদিকে নাগর বন্দর এলাকায় মেসার্স মা-মনি লাইট হাউস এ চোরের দল একই কায়দায় তালা কেটে দোকানে প্রবেশ করে তামার তাড়, ফ্যান নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। এ ব্যাপারে মা-মনি লাইট হাউস এর স্বত্বাধিকারী খালেদ সাইফুল্লাহ বলেন, কে বা কাহারা তার দোকানের তারা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এদিকে দোকান চুরির ঘটনায় স্থানীয় দোকান মালিকগণ দুঃচিন্তায় রয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
