শরীফ উদ্দিন ভুঁইয়া, নিজস্ব প্রতিবেদক ।
মৌলভীবাজারের শেরপুরে উদার পরিবহনের বাস থেকে ফেলে দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম হাসানকে হত্যার বিচার দাবি করেছে যাত্রী অধিকার আন্দোলন।
রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার বিচার দাবি করেন সংগঠনের আহ্বায়ক কেফায়েত শাকিল। বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমের সঙ্গে উদার পরিবহনের শ্রমিকরা যা করেছে এটা কোনোভাবে দুর্ঘটনা নয়, নিঃস্বন্দেহে এটা হত্যাকান্ড। এ হত্যাকাণ্ডের কঠিন বিচার হওয়া প্রয়োজন।
কেফায়েত শাকিল বলেন, গত বছরের ২২ জুলাই রাতে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে হানিফ পরিবহনের চলন্ত বাস থেকে ফেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েলকে হত্যার ঘটনার এখনো বিচার হয়নি। এ ঘটনায় দোষী ৩ জনই এখন জামিনে মুক্ত। একইসঙ্গে রাজীব-রোজীনা হত্যারও এখনো বিচার হয়নি। যা অন্যদের অন্যায় করতে প্রশ্রয় দিচ্ছে।
বিচারহীনতান সংস্কৃতি পরিবহন শ্রমিকদের বেপরোয়া করেছে দাবি করে যাত্রী অধিকার আন্দোলনের এ নেতা বলেন, একের পর এক হত্যাকান্ড ঘটিয়েও কোনো ধরনের বিচারের সম্মুখীন না হওয়ায় পরিবহন শ্রমিকরা দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছে। এরা এখন নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করতে শুরু করেছে। যার কারণে সড়কে প্রতিদিন দুর্ঘটনার নামে হত্যাকাণ্ড ঘটছে, নারীদের শ্লিলতাহানী হচ্ছে, যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে।
বিবৃতিতে পায়েল এবং ওয়াসিমসহ সড়কে সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জনবান্ধব গণপরিবহন নিশ্চিতে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান কেফায়েত শাকিল।
উল্লেখ্য, শনিবার (২৩ মার্চ) রাতে ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহন (ঢাকা মেট্রো ভ-১৪-১২৮০) চালক ও হেলপারের সঙ্গে কথা কাটির একপর্যায়ে হেলপারর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম হাসানকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে সে গুরুতর আহত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম জি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

১১ মন্তব্য
Pingback: giocare alle slot
Pingback: Aviator uz
Pingback: สล็อตออนไลน์ ALPHABET-ISC
Pingback: 電子煙
Pingback: Aster Airdrop
Pingback: โคมไฟ
Pingback: พิสตาชิโอ เพสท์
Pingback: https://dvpko.kz
Pingback: 123bet login
Pingback: taulink.kz
Pingback: เรียนภาษาที่จีน 1 ปี ค่าใช้จ่าย