মাইনুদ্দীন পাঠান (সিএন নিউজ নিজস্ব প্রতিনিধি)
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আজ শেষ হলো চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন-২০১৯। আজ(২৪ মার্চ,২০১৯) রবিবার বিকেলে ‘এনএসটিইউ মডেল ইউনাইটেড ন্যাশন্স’ এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ কূটনীতিকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক এবং বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডীন ও এপ্লায়েড ক্যামিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিয়া।
সম্মেলনে সারাদেশের ৪০ টিরও অধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ জন তরুণ কূটনীতিক অংশ নেন।গত ২১ শে মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ ছায়া জাতিসংঘ সম্মেলনের শুরু হয়। বিশ্বের চলমান নানা সংকট নিয়ে নবীন কূটনীতিকদের বিশদ আলোচনা ও যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে চারদিনব্যাপী এ সম্মেলন আজ শেষ হয়। মাইনুদ্দিন পাঠান নোবিপ্রবি প্রতিনিধি ০১৮৫৯৭৪৩৯৭৯
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: เน็ต บ้าน ais
Pingback: Slot Megaways su Winnita
Pingback: สินค้ากิฟฟารีน
Pingback: ufa569