সিএন নিউজ২৪.কম ।
স্বাধীনতা কাঁদে
—————————————–
অধ্যাপক আর কে শাব্বীর আহমেদ
আটচল্লিশ বছর পরেও খাঁচায় পুরে স্বাধীনতা কাঁদে
প্রাণ খুলে কথা বলতে চায় নামমাত্র স্বাধীনতা।
টুটি চেপে ধরে হায়েনার জমকালো হাত
আর স্বাধীনতা চায় সত্য-সুন্দরের মহামিলন।
অসুন্দর রক্তচক্ষু ছুঁড়ে মারে বাণ
পূর্ণিমার চাঁদ হাসে ব্যঙ্গের হাসি,
বসন্তের কোকিল আর ওড়ে আসে নাকো
পচা লাশের দুর্গন্ধময় বদ্ধভূমিতে।
কাঁটাতারে ঝুলন্ত ফেলানিরা আবার জেগে ওঠতে চায়
বলতে চায় আজো স্বাধীনতা পায়নি জাতি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: อ่านมันฮวา
Pingback: กายภาพบำบัด ใกล้ฉัน
Pingback: ศูนย์ดูแลผู้สูงอายุ
Pingback: Houten