প্রচ্ছদ / প্রচ্ছদ / একটুখানি খোঁজ – মারজাহান মায়েশা

একটুখানি খোঁজ – মারজাহান মায়েশা

সিএন নিউজ২৪.কম।

 

একটুখানি খোঁজ

…………………………………………

আজ বহুদিন পর
পেয়েছি একটু তোর খোঁজ,
আমি ছিলুম পরে
বিদঘুটে অজানার পথে রোজ।
সময়ের একি করুণ খেলা
দেখা হবে কি গোধূলী বেলা।

সে অসত্য প্রিয় বাণী আমার
কাঁদিয়ে ছিল কোন এক রাতে,
এ সময় আবার ফিরে না আসুক
চলমান জীবন তরীর লক্ষ প্রাতে।

সময়ের খেলায় ছিলে মত্ত
সব হারাবে তব খুঁজবে তত্ত্ব,
পাবে না আর দেখা মিলবেনা খোঁজ,
যদিও আঁখি জলে ভাসাও সন্ধ্যা রোজ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

২ মন্তব্য

  1. Pingback: Click Here

  2. Pingback: cat888