নিজস্ব প্রতিনিধিঃ-
১৫ বছর পর স্বজনদের কাছে ফিরল নাঙ্গলকোটে শারমিন কুমিল্লার নাঙ্গলকোটের শারমিন (২০) হারিয়ে যাওয়ার ১৫ বছর পর স্বজনদের কাছে ফিরেছেন। ইউটিউভ চ্যানেল ‘আপন ঠিকানা’ কার্যালয়ে মা, বোন ও ভাইকে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শারমিন। এসময় পুরো স্টুডিও জুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জানা যায়, ৫/৬ বছর বয়সে শারমিনের চাচা তাকে ঢাকায় একটি বাসায় কাজের জন্য দিয়ে আসে। ওই বাসায় গৃহকত্রীর নির্মম নির্যাতনের শিকার হয়ে পাশের বাসার রুমা নামক কাজের মেয়ের সহযোগিতায় সে অন্যত্র কাজ নিয়ে চলে যায়। সেই থেকেই নিখোঁজ শারমিন। পরিবার অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান মিলেনি। সে যতই বড় থাকে ততই স্বজনদের নিকট ফিরে আসার আকাঙ্খা জাগতে থাকে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) শারমিন ‘আপন ঠিকানা’ নামক একটি ইউটিউব চ্যানেলে সরাসরি সাক্ষাতকার দেন।
ওই সাক্ষাতকারে তিনি হারিয়ে যাওয়ার বিস্তারিত তুলে ধরে বলেন, ‘আমার নাম শারমিন, বয়স আনুমানিক ১৮/২০ বছর। বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়। গ্রাম, পোস্ট অফিস অথবা ইউনিয়নের নাম মনে নেই। বাবার নাম আবদুস সালাম, মায়ের নাম আমেনা বেগম। আমরা দুই ভাই ও দুই বোন। ভাইদের নাম ফরহাদ ও রাসেল। বড় বোনের নাম সালমা আক্তার’।
শারমিন আরো জানান, ‘বাবা-মায়ের কথা মনেই হলে কান্না আসে। আমি বাবা-মা, ভাই-বোনদের দেখতে চাই। তাদের কাছে ফিরে যেতে চাই’।
ওই সাক্ষাতকারে তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে জানিয়ে তিনি স্বজনদের কাছে ফিরে যাওয়ার আকুতি জানান। শারমিনের ভিডিও ফুটেজটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সিএন নিউজ টোয়েন্টিফোর’র সম্পাদক ও সময়ের দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক রবিউল হোসাইন রাজু উপজেলার পেরিয়া ইউনিয়নের রুদ্রচুমা গ্রামে তার বাড়ি বলে নিশ্চিত হন।
সাংবাদিক রাজু শনিবার (১১ এপ্রিল) শারমিনের মা, বড় বোন ও এক ভাইকে নিয়ে ‘আপন ঠিকানা’ স্টুডিওতে যান। শারমিন একে একে স্বজনদের দেখার পর পুরো স্টুডিও জুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একপর্যায়ে ‘আপন ঠিকানা’ এর কর্নধার আর.জে কিবরিয়া শারমিনকে তার স্বজনদের হাতে তুলে দেন।
সাংবাদিক রবিউল হোসাইন রাজু জানান, ১৫ বছর আগে হারিয়ে একটি মেয়ে স্বজনদের কাছে ফিরে যাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।
হারিয়ে যাওয়া শারমিন বাড়ি ফেরায় খুশি পরিবার প্রতিবেশী ও এলাকাবাসী। সামাজিক দায়বদ্ধতা থেকে মেয়েটির পরিবারের সন্ধান দিতে পেরে মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে