প্রচ্ছদ / ঢাকা / ফার্মগেটের আবাসিক হোটেলথেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

ফার্মগেটের আবাসিক হোটেলথেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

সিএন নিউজ২৪.কম ।

রাজধানীর ফার্মগেটের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তরুণ ও তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ‘সম্রাট’ হোটেল থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে বিকেল তিনটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, তরুণের নাম আমিনুল ইসলাম সজল (২১) এবং তরুণীর নাম মরিয়ম আক্তার জেরিন (১৯)। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা করছে পুলিশ।

তরুণ সজলের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন । সজলের পরিচয় পাওয়া গেলে ও তরুনীর পরিচয় পাওয়া যায়নি এখনো।

পুলিশ জানায়, হোটেলের সপ্তম তলার একটি কক্ষের দরজা ভেঙে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়। জানা যায় সজল তেজগাঁও কলেজের ছাত্র এবং জেরিন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, উভয়ের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান সেন্টু মিয়া।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …