প্রচ্ছদ / প্রচ্ছদ / করোনাভাইরাস থেকে মুক্তি কামনায় ফুলপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

করোনাভাইরাস থেকে মুক্তি কামনায় ফুলপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

মিজানুর রহমান সুজন
ফুলপুর,ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ই মে বুধবার পৌরসভার থানা রোড এলাকার ফুড ভ‌্যালী নামক রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফুলপুর প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন, ফুলপুর উপ‌জেলা পরিষদ চেয়ারম‌্যান আতাউল ক‌রিম রা‌সেল, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার শী‌তেশ চন্দ্র সরকার, পৌর মেয়র শশধর চন্দ্র সেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফা‌তেমা তুজ জোহরা, ফুলপুর থানার অ‌ফিসার ইনচার্জ ইমারত হো‌সেন গাজী, ‌উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রো‌কেয়া পারভীন লাকী, বি‌শিষ্ঠ ব‌্যবসায়ী সিরাজুল ইসলাম, মহিলা কাউন্সিলর তাসনোভা নাছরিন ‌নিশু ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি ও বৈশ্বিক এই মহামারি থেকে মুক্তির নানান দিক তুলে ধরেন। ফুলপুরে করোনা মোকাবেলায় সাংবাদিকদের অসামান্য ভুমিকার কথা উল্লেখ্য করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সমাজের দর্পন খ্যাত সাংবাদিকতা নামক মহান পেশার প্রতি সকলকে আরও যত্নশীল হতে আহবান জানান।
অনুষ্ঠানে করোনা থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ফুলপুর প্রেসক্লাব সহ-সভাপতি ক্বারী সুলতান আহম্মেদ এ মোনাজাত পরিচালনা করে‌ন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …