প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / রমজানেও থেমে নেই রক্তদাতাদের রক্তদান

রমজানেও থেমে নেই রক্তদাতাদের রক্তদান

নিজস্ব সংবাদদাতাঃ-

এক দিকে রমজান অন্য দিকে মহামারী করোনা ভাইরাস এর মাঝে ও থেমে নেই রক্ত দাতাদের রক্ত দান। সর্বদায় মানবতার সেবায় নিয়োজিত আছে কুমিল্লার নাঙ্গলকোটের একদল তরুণ রক্তদাতা স্বেচ্ছাসেবী।

রাত কিংবা দিন যখনি কল আসে তখনি ছুটে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাল ভালোবাসা দানে রোগীর জীবন বাঁচাতে। রোজা রেখেও রক্ত দান করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …