মোঃ রবিউল হোসাইন (রাজু) ।
শিক্ষা শান্তি সামাজিক উন্নয়নকে সামনে রেখে, আত্মমানবতার সেবায় এগিয়ে আসা প্রবাসীদের নিয়ে গঠিত, গতকাল নাঙ্গলকোট উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন নাঙ্গলকোট প্রবাসী কল্যান ইউনিট বাংলাদেশ প্রতিনিধিদের আয়োজনে ।
শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য গুণীজন সংবর্ধনা/ ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান / উপজেলা পর্যায়ে ২০১৮ সালের সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা প্রদান/ পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ কর্মসূচির কার্যক্রম নানা আয়োজনে নাঙ্গলকোট রওশন রফিক একাডেমিতে অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট প্রবাসী কল্যান ইউনিট এর সভাপতি সাফায়েত হোসেন বড় সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক কুমিল্লা ১০ আসনের সাবেক এমপি ডাঃ একেএম কামরুজ্জান খাঁন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, মূয়রা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার তাজুল ইসলাম, সিএন নিউজের উপদেষ্টা তৌহিদুর রহমান মজুঃ, প্রবাসী কল্যাণ ইউনিট এর সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন প্রবাসী কল্যান ইউনিট এর বাংলাদেশ প্রতিনিধি আলমগীর হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন সহ প্রবাসী কল্যাণ ইউনিটের নেতৃবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: Mostbet yukle
Pingback: relx
Pingback: หนังโป๊ซับไทย
Pingback: ทำความรู้จักกับ MEGAC4 ดีอย่างไร
Pingback: โรงพยาบาลศัลยกรรมจีน
Pingback: Al-Yarmok University College 1