সিএন নিউজ২৪.কম, অনলাইন ডেস্কঃ-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউপিতে এক সন্তানের জননি এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে আদ্রা উত্তর ইউপিতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই ব্যক্তি ইউপির মেরকট গ্রামের উত্তর পাড়ার আব্দুল লতিফের ছেলে নুরুজ্জামান।
স্হানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ধর্ষিতার ঘরে প্রবেশ করে গলা চেপে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার চেচামেচি শুনে তার দুলাভাই চিৎকার দিলে স্হানীয় লোকজন এসে নুরুজ্জামানকে আটক করে জীবন বাবুর মাছের ফিসারির ঘরে তালাবন্ধ করে রাখে। ওই ঘর থেকে জানালা ভেঙে ধর্ষক পালিয়ে যায়। ঘটনার পর থেকে ধর্ষকের পরিবার লাপাত্তা।
এ বিষয়ে ওই ইউপির সদস্য আদ্রা উত্তর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম গাজী বলেন, রাতে খবর পেয়ে আমি ওখানে যাই। এলাকাবাসীর সহযোগিতা নুরুজ্জামানকে জীবন বাবুর মাছের খামারের একটি ঘরে তালা মেরে মেয়ের পরিবারকে খবর পাঠাই । মেয়ের পরিবারসহ এলাকাবাসীকে নিয়ে মাছের খামারে গিয়ে দেখি জানালা ভেঙে নুরুজ্জামান পালিয়ে গেছে। পরে লোকজন নিয়ে তার বাড়িতে গিয়ে দেখি বাড়ির সবাই পালিয়ে গেছে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: Aviator Game
Pingback: look at these guys
Pingback: เว็บหวยออนไลน์ อันดับ 1
Pingback: Go X official