সিএন নিউজ২৪.কম, খেলার সংবাদ ।
রেফারি জর্জি দুমারকে অনেকদিন ধরে পছন্দ করেন মারিয়াস মাতিয়া। কিন্তু প্রেম নিবেদন করবেন কিভাবে? সঠিক সময় ও সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি অনেকদিন ধরে। সেটাই পাচ্ছিলেন না। দুজনেই ফুটবলের সঙ্গে জড়িত। তাই ফুটবল মাঠকেই সেরা জায়গা বলে মনে করেছিলেন মারিয়াস।
অবশেষে সুযোগ তৈরি করে ফেললেন মারিয়াস মাতিয়া। মারিয়ার প্রেমের প্রস্তাব এভাবে আসবে বলে আশা করেননি জর্জি। প্রথমে হকচকিয়ে যান। কিন্তু তিনিও যে তাকে অনেকদিন ধরেই পছন্দ করেন, সেটা বুঝিয়ে দিয়েছিলেন হাবে-ভাবে। অবশেষে প্রেমের প্রস্তাব গ্রহণ করলেন তিনি।
রোমানিয়ার চতুর্থ ডিভিশনে অ্যাতলেটিকো অরেদা বনাম দায়োসিগ স্পোর্র্টিং ক্লাবের মধ্যে ম্যাচ ছিল। তার আগে এমন ঘটনা ঘটেছে। ম্যাচ শুরুর আগে হঠাৎ করেই রেফারি জর্জি দুমার (২০) সামনে হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করেন সহকারী রেফারি মারিয়াস মাতিয়া (২২)।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: ระบบหลังบ้าน
Pingback: อาหารเสริม
Pingback: sweet bonanza
Pingback: 台灣悅刻