প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

 

নিজস্ব সংবাদদাতাঃ-

গতকাল শুক্রবার ভার্চুয়াল আলোচনা সভায় কুমিল্লার নাঙ্গলকোটউপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে ফোরামের উদ্যেক্তা ও বৃহত্তর জোড্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক খোরশেদ আলম চৌধুরী।আলোচনায় অংশ নেওয়া সকল প্রবাসী নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সৌদি প্রবাসী মোঃ গেয়াস উদ্দিনকে আহবায়ক ও বাহরাইন প্রবাসী মোঃ ফজলু মজুমদারকে সদস্য সচিব করা হয়।এছাড়া ইতালি প্রবাসী সেলিম জাহাঙ্গীর চৌধুরী যুগ্ন আহবায়ক,গোলাম মোর্শেদ সুমন যুগ্ন আহবায়ক ওমান, মনির হোসেন যুগ্ন আহবায়ক সাউথ আফ্রিকা, ছালেহ আহম্মদ যুগ্ন আহবায়ক বাহরাইন , শাফায়েত উল্লাহ মজুমদার যুগ্ন আহবায়ক ওমান,খোরশেদ মিয়াজী যুগ্ন আহবায়ক আবুদাবী,কবির হোসেন যুগ্ন আহবায়ক দুবাই,কামাল হোসেন ভূঁইয়া যুগ্ন আহবায়ক সাউথ আফ্রিকা,সুমন চৌধুরী সদস্য সৌদি আরব,মাষ্টার মমিন সদস্য আবুদাবী,আবদুর রহিম সদস্য দুবাই,একরামুল হক স্বপন সদস্য কাতার,গোলাম মোস্তফা মিয়াজী সদস্য বাহরাইন,গেয়াস উদ্দিন মিয়াজী সদস্য সৌদি,ইয়াছিন মজুমদার সদস্য ওমান,সহেল রানা মিয়াজী সদস্য আবুদাবী,মোহাম্মদ মিলন সদস্য সৌদি, রানা ইকবাল সদস্য দুবাই,মোহাম্মদ অলি সদস্য বাহরাইন,আলমগীর হোসেন মজুঃ সদস্য সৌদি,মোঃ মোতালেব সদস্য কুয়েত,কামাল সদস্য আবুদাবী,রাজু খান সদস্য মালেশিয়া। এছাড়া ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে যা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …