রবিউল হোসাইন রাজু
দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো করবো খাঁটি, শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, রক্তদান, বৃক্ষ রোপণ সহ নানা কার্যক্রমের মধ্যে দিয়ে পথ চলা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দাউদপুর রয়েল স্টার ক্লাবের। যে ক্লাবটির পিছনে রয়েছে একঝাঁক তরুণ স্বপ্নবাজ পরিশ্রমী মেধাবী প্রবাসী যুবক। একটি বছর ৩৬৫ দিন হাটি হাটি পা পা করে ১ম বর্ষে পা রাখলো দাউদপুর রয়েল স্টার ক্লাব। ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনা মহামারীর কারনে সীমিত পরিসরে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার বেলা ১২ টায় বৃক্ষ রোপণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন রয়েল স্টার ক্লাবের সদস্যরা।
বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মাইন উদ্দিন মিন্টুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম জাহাঙ্গীর মজুমদার, দাউদপুর রয়েল স্টার ক্লাবের উপদেষ্টা আব্দুল জলিল মজুমদার, আমির হোসেন মজুমদার, সহ-সভাপতি মোঃ নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, প্রচার সম্পাদক নিমন মজুমদার, সহ-প্রচার সম্পাদক সহিদ মিয়া, সদস্য বাবলু মজুমদার, আলমগীর হোসেন, নাহিদ, অভি রাফি সহ আরো অনেকেই।
এসময় দাউদপুর রয়েল স্টার ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন সাগর ও
সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফারুক বলেন, আমরা তরুণদের নিয়ে সামাজিক উন্নয়ন মূলক কাজ করতে চাই আমাদের মূল্য লক্ষ্য শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, রক্ত দান, বৃক্ষ রোপন নিয়ে কাজ করা। আমরা আশা করি সমাজের প্রতিটি মানুষ ভালো কাজে অংশগ্রহণ করবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে