প্রচ্ছদ / প্রচ্ছদ / এবার সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের

এবার সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের

নিজস্ব প্রতিনিধিঃ-

সিরাজগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এএসএম জুলহাস নিহত হয়েছেন। এ সময় তার বড় ভাই একেএম জাকারিয়া গুরুতর আহত হয়েছেন।

তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসএম জুলহাস বগুড়া জেলার বিন্দাবন পাড়ার তারাজুল ইসলামের ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলহাস তার বড় ভাই জাকারিয়াকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বগুড়ায় যাচ্ছিলেন। তারা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছলে একটি পিকআপভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করার পর জুলহাসের মৃত্যু হয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …