
কুমিল্লা মহানগর জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর কমিটি গঠন।
নিজস্ব প্রতিবেদকঃ- কুমিল্লা বিভাগের আওতাধীন কুমিল্লা মহানগর জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটি থেকে। গত ৪ নভেম্বর ২০২৫ জিয়া সাইবার ফোর্স জেডসিএফ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক স্কোয়াড্রন লিডার অবঃ ওয়াহিদ উন-নবী, চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব সফিক আরমান সত্যায়িত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
উল্লেখ্য যে এর আগে আহ্বায়ক কমিটি গঠন করা হয়, পরবর্তীতে যাচাই-বাছাই করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মেহেদী হাসান কে সভাপতি ও আরিফুজ্জামান চৌধুরী কে সাধারণ সম্পাদক করা হয়, কমিটির অন্যান্য সদস্যরা হলেন
১/ মেহেদী হাসান – সভাপতি – ২২ নং ওয়ার্ড
২/ মোঃ মুনছুর আলম – সিনিয়র সহ সভাপতি – ২১ নং ওয়ার্ড
৩/ মোঃ আরিফুল ইসলাম – সহ সভাপতি – ০২ নং ওয়ার্ড
৪/ মোঃ হাসান (নাজমুল) – সহ সভাপতি – ১৪ নং ওয়ার্ড
৫/ কে এন ইসলাম তামিম – সহ সভাপতি – ০৫ নং ওয়ার্ড
৬/ মোঃ তাফসির ইসলাম ফুয়াদ – সহ সভাপতি – ১০ নং ওয়ার্ড
৭/ ফাহিম আল ফারুক প্রলয় – সহ-সভাপতি – ০৬ নং ওয়ার্ড
৮/ মোঃ সুজন আহমেদ সামি – সহ সভাপতি – ২২ নং ওয়ার্ড
৯/ মোঃ তাশফিকুল আলম শিহাব – সহ সভাপতি – ১১ নং ওয়ার্ড
১০/ রাজু আহাম্মেদ রিয়াদ – সহ সভাপতি – ২২ নং ওয়ার্ড
১১/ প্রিতম চন্দ্র দাস – সহ সভাপতি – ১১ নং ওয়ার্ড
১২/ টি এইচ তানিম মজুমদার – সহ সভাপতি – ০৯ নং ওয়ার্ড
১৩/ আরিফুজ্জামান চৌধুরী – সাধারণ সম্পাদক – ১২ নং ওয়ার্ড
১৪/ মোঃ আল আরাফাত (জিসান) – সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক – ২২ নং ওয়ার্ড
১৫/ মোঃ সজিবুুল ইসলাম নিলয় – যুগ্ম সাধারণ সম্পাদক – ২২ নং ওয়ার্ড
১৬/ মোঃ ওমর ফারুক – যুগ্ম সাধারণ সম্পাদক – ০৪ নং ওয়ার্ড
১৭/ মোঃ হোছাইন বিন আলী – যুগ্ম সাধারণ সম্পাদক – ০৯ নং ওয়ার্ড
১৮/ তোফায়েল মাহমুদ নিবিড় – যুগ্ম সাধারণ সম্পাদক – ০৯ নং ওয়ার্ড
১৯/ মোঃ ফরহাদ মিয়া – সহ সাধারণ সম্পাদক – ১৪ নং ওয়ার্ড
২০/ মামুন রশিদ – সহ সাধারণ সম্পাদক – ০৯ নং ওয়ার্ড
২১/ মোঃ সাদ্দাম হোসেন – সহ সাধারণ সম্পাদক – ১০ নং ওয়ার্ড
২২/ মোঃ দীন ইসলাম – সাংগঠনিক সম্পাদক – ১৮ নং ওয়ার্ড
২৩/ আবু ফয়েজ রনি – সহ সাংগঠনিক সম্পাদক – ২২ নং ওয়ার্ড
২৪/ তানজুম আক্তার ইতি – সহ-সাংগঠনিক সম্পাদক – ২১ নং ওয়ার্ড
২৫/ মোঃ কামরুজ্জামান তিতাস – সহ-সাংগঠনিক সম্পাদক – ০৬ নং ওয়ার্ড
২৬/ মোঃ হেমায়েত আলী হিমেল – দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদায়) – ১০ নং ওয়ার্ড
২৭/ আবদুল মমিন (সুমন) – সহ দপ্তর সম্পাদক – ০৯ নং ওয়ার্ড
২৮/ সাংবাদিক মোশারফ হোসেন – প্রচার সম্পাদক – ১০ নং ওয়ার্ড
২৯/ মোঃ শরীফুল ইসলাম শরীফ – সহ প্রচার সম্পাদক – ২২ নং ওয়ার্ড
৩০/ মোঃ তিশান মিয়া – সহ প্রচার সম্পাদক – ০৩ নং ওয়ার্ড
৩১/ শাহরিয়ার ইশান – তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – ০২ নং ওয়ার্ড
৩২/ কাজী মোঃ ইনজামামুল হাসান সীমান্ত – সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – ১০ নং ওয়ার্ড
৩৩/ মোঃ নাজিম উদ্দিন – শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক – ১২ নং ওয়ার্ড
৩৪/ মোঃ মাসুম বিল্লাহ – সহ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক – ১০ নং ওয়ার্ড
৩৫/ মোঃ মিলকান হোসেন প্রান্ত – আইন বিষয়ক সম্পাদক – ১৩ নং ওয়ার্ড
৩৬/ ইবনে সাকিব আহম্মদ চয়ন – সহ আইন বিষয়ক সম্পাদক – ১২ নং ওয়ার্ড
৩৭/ সামিউল ইসলাম মজুমদার – স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – ১২ নং ওয়ার্ড
৩৮/ কামরুল ইসলাম জিহাদ – ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – ১৮ নং ওয়ার্ড
৩৯/ মেজবাউল ইসলাম – আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক – ১২ নং ওয়ার্ড
৪০/ এম এম মোঃ শাকিল – সমাজসেবা বিষয়ক সম্পাদক – ১১ নং ওয়ার্ড
৪১/ অমিত রবি দাস – ছাত্র বিষয়ক সম্পাদক – ০৩ নং ওয়ার্ড
৪২/ রাতুল হোসেন – সহ ছাত্র বিষয়ক সম্পাদক – ১৮ নং ওয়ার্ড
৪৩/ জাহিদুল ইসলাম – ১ নং সদস্য – ১১ নং ওয়ার্ড
৪৪/ আবু হানিফ – সদস্য – ০৯ নং ওয়ার্ড
৪৫/ আলামিন হোসেন – সদস্য – ১৪ নং ওয়ার্ড
৪৬/ কাজী এয়ার আহমেদ সেলিম – সদস্য – ১৪ নং ওয়ার্ড
৪৭/ ইমরান হোসেন – সদস্য – ২১ নং ওয়ার্ড
৪৮/ আব্দুর রহমান – সদস্য – ২২ নং ওয়ার্ড
৪৯/ কাজী নাইম হোসেন রিপন – সদস্য – ১৫ নং ওয়ার্ড
৫০/ ইফতে খায়রুল আলম – সদস্য – ০৯ নং ওয়ার্ড
৫১/ মোঃ ছোয়াদ – সদস্য – ২২ নং ওয়ার্ড
জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা নীলা বলেন, কুমিল্লা মহানগর আগে আহ্বায়ক কমিটি ছিলো, সেখানে জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক শক্তি ভালো হওয়ায় পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মজুমদার ভাইয়ের নেতৃত্বে আমরা কুমিল্লা মহানগর কমিটি নতুন করে ঢেলে সাজানোর মাধ্যমে চমৎকার ও গঠনমূলক একটা সাংগঠনিক কমিটি গঠন করি। আশা করছি অতীতের চেয়ে নতুন সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে ভালো এক্টিভিটি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে সকল মিথ্যা বানোয়াট প্রপাগান্ডার জবাব দিবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীতদের পক্ষে কাজ করবেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে