প্রচ্ছদ / ক্যাম্পাস / আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ঢাবিকে ৫-০ গোলে হারাল জবি

আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ঢাবিকে ৫-০ গোলে হারাল জবি

মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দলকে ৫-০ গোলে পরাজিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল দল। রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ভেন্যুতে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল দলের হয়ে তৌহিদ ২টি, অমিত ১টি, মুরাদ ১টি এবং তরিকুল ১টি গোল করেন। প্রথম অর্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল দল ২-০ গোলে এগিয়ে ছিল। দলের হয়ে প্রথম গোল করেন মুরাদ।

উল্লেখ্য, খেলার ৫ মিনিট বাকি থাকার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল দলের গোল কিপার সাজ্জাদুল ইসলাম খান প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ফাউল করার কারণে লাল কার্ড পান।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …