প্রচ্ছদ / প্রচ্ছদ / বিভিন্ন দাবীতে আমরণ অনশনে ইবি শিক্ষার্থীরা

বিভিন্ন দাবীতে আমরণ অনশনে ইবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জন্য ও বর্ধিত ফি কমানোর দাবিতে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করছে।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবীতে মঙ্গলবার সকাল ১১ টায় পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে আমরণ অনশনে বসে।

এসময় শিক্ষার্থীরা দাবি সম্বলিত ফেস্টুন ‘পাল্টে গেছে পুরনো দিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিন, ইঞ্জিনিয়ারিং মুক্তি পাক বিএসসি (অনার্স) নিপাত যাক, অনার্স যখন অভিশাপ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মুক্তি পাক’ নিয়ে অনশন শুরু করে ও বিভিন্ন স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা বলেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকায় চাকরি ক্ষেত্রে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

জানা যায়, গত বছরের ১২ নভেম্বর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও ক্যামিকৌশল ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমন্বয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদ চালু করা হয়। এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে উক্ত বিভাগের শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তবে পূর্বের ব্যাচের শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না দেয়ায় শিক্ষার্থীরা এর আগে ক্লাস বর্জন, উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তখন অনুষদের ডিন ও বিভাগের সভাপতিগণ ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর আশ্বাস দিলেও তা বাস্তবায়নের কোন পদক্ষেপ না নেয়ায় আমরণ অনশন করছে শিক্ষার্থীরা।

অপরদিকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) থেকে বর্ধিত ফি কমানোর দাবিতে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পাশে বিক্ষোভ ও অনশন করছে শিক্ষার্থীরা।

এ দাবীতে মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধান ফটক অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা বলে জানা যায়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৫ মন্তব্য

  1. Pingback: see details

  2. Pingback: ฉาบซีเมนต์

  3. Pingback: BETFLIX

  4. Pingback: jav

  5. Pingback: clothing manufacturer