প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটের দাউদপুর প্রবাসী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে দরিদ্র পবিারের মাঝে নগদ অর্থ বিতরণ

নাঙ্গলকোটের দাউদপুর প্রবাসী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে দরিদ্র পবিারের মাঝে নগদ অর্থ বিতরণ

সিএন নিউজ২৪.কম ।

কুমিল্লা নাঙ্গলকোটের দাউদপুর প্রবাসী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে গত সোমবার (২৯ এপ্রিল) দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ ৩৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

দাউদপুর গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে ফাহাদ হোসেন(২৩) কয়েক মাস পূর্বে ঢাকায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধিন অবস্থায় গত ১১ মার্চ ২০১৯ তারিখে সে মৃত্যুবরণ করে। কর্মক্ষম ছেলের অকাল মৃত্যুতে পরিবারটি আর্থিক সঙ্কটে পড়লে দাউদপুর প্রবাসী সমাজ কল্যান সংস্থাটি সাহায্যের হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ায়।

 

মৃত ফাহাদের মা সাহানা বেগমের নিকট ৩৭ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিজওয়ান মজুমদার (গিলবাট) ।

এ সময় উপস্থিত ছিলেন-সংস্থার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর আলম, প্রচার সম্পাদক জামাল উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার টিপু।

এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন-পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম জাহাঙ্গীর মজুমদার, নাঙ্গলকোট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন মজুমদার, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ এমরান হোসেন মজুমদার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ রাসেল মজুমদার, নাঙ্গলকোট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাঈনুদ্দিন মিন্টু, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সেলিনা মজুমদার, রেখা মজুমদার, মিনু আক্তার, বাংলাদেশ প্রতিনিধি অনিকসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০১৬ সালে সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে। এ যাবত প্রায় ৪ লক্ষ টাকার অধিক আর্থিক সাহায্য, ২২ বান ঢেউ টিন এলাকার অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করে। তাছাড়া, গরীব মেধাবী ছাত্রদের সাহায্য এবং শীতার্থদের মাঝে কম্বল বিতরণসহ অসংখ্য জনকল্যানমূলক কাজ করে আসছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …