শরিফ উদ্দিন ভুঁইয়া ।
দিনাজপুরের, আমবাড়ীতে, বালুপাড়া গ্রামে স্বপ্নবাজ আমবাড়ীর পক্ষথেকে গাছ লাগানো হয়। উক্ত কর্মসূচীতে স্বপ্নবাজ প্রতিনিধি সাকিব চৌধুরীর মায়ের মর্মান্তিক মৃত্যুতে স্বপ্নবাজ সভাপতি তার আত্মার মাগফেরাত কামনায় সদস্যদের নিয়ে কবর জিয়ারত করেন এবং জনকল্যাণে গাছ লাগান।
স্বপ্নবাজ সভাপতি খাদিমুল ইসলাম দিনার বলেন, তরুণরা এভাবে গাছ লাগানো সহ সামাজিক ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো যদি অব্যাহত রাখে তাহলে আগামী প্রজন্মকে একটা সুন্দর সমাজ ও সুন্দর প্রকৃতি উপহার দেওয়া সম্ভব।
উক্ত কর্মসূচীতে বিভিন্ন গ্রাম থেকে আরো উপস্থিত ছিলেন স্বপ্নবাজ প্রতিনিধিদের মধ্যে কুতুবপুর থেকে আবু সাঈদ কাজী, বড়দল থেকে যোবায়ের মাহমুদ, মধ্যমরণাই থেকে আল আমিন, দলবাড়ী থেকে মোস্তফা আমির, সিন্ধুরা থেকে বাবলা রায়, আমবাড়ী থেকে নাছিম প্রামাণিক এবং বালুপাড়া থেকে সাকিব চৌধুরী, শুভ, সাব্বির, মোরছালিন ও রিদয় সহ আরো অনেকেই।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: เน็ตบ้าน ais
Pingback: megabet
Pingback: silicone doll of tsunade senju
Pingback: ปั้มไลค์
Pingback: play