প্রচ্ছদ / শিল্প ও সাহিত্য / ইবি শিক্ষক সমিতির পক্ষথেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা

ইবি শিক্ষক সমিতির পক্ষথেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইবি শিক্ষক সমিতির সদস্যরা। সাক্ষাৎকালে শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

শুক্রবার বিকালে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেনের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি মহোদয়ের নিজ বাসভবনে (মেহেরপুর) এ সাক্ষাৎ করেন শিক্ষক সমিতির সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড.এ.এইচ.এম আক্তারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. মেহের আলী, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক জয়শ্রী সেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎকালে আমাদের এই অঞ্চলে একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আমরা দাবি জানিয়েছি। মাননীয় প্রতিমন্ত্রীকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আহবান জানিয়েছি”।

এছাড়াও চেক করুন

শতকরা ৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে …