সাজেদুর আবেদিন শান্তঃ
এনটিভি মার্কস অলরাউন্ডার এবং জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা সাবা । বিটিভির ‘নতুন কুঁড়ি’ র ছোট্ট মেয়েটি রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলো একগান দিয়েই সংগীতপাড়ায় । এরপরে আর থামতে হয়নি সাবার একেরপর এক গান দিয়ে মাতিয়েছেন তিনি ।
গতকাল ছিল মা দিবস আর এই দিবস কে কেন্দ্র করে সংগীত পাড়ায় মায়ের গানের মূর্ছনায় যেন ভরপুর ছিল । তরুণ প্রজন্মের বেশ কিছু শিল্পীর গান অবমুক্ত হয় মা ‘কে নিয়ে । এ দিবস স্মরণীয় রাখতে তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সাবরিনা সাবা ‘ও গাইলেন ‘মা ‘ শিরোনামের একটি গান ।
সাবরিনা সাবা ‘র সাথে কথা হলে তিনি বলেন , আসলে মা ‘ কে নিয়ে গান করতে হলে কোনো দিবস লাগেনা । গানটি ইচ্ছে ছিল আগেই রিলিজ করার কিন্তু ভাবলাম যে থাক দিবসেই গানটা রিলিজ দেই এতে করে মনে রাখবে সবাই ।
সাবা আরো জানান , গানের কথাগুলো কিন্তু চমৎকার ছিল । এবং অনিক খুব ভালো গায়কের পাশাপাশি একজন ভালো সংগীত পরিচালক । আশা করছি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে ।
মা শিরোনামের গানটির কথা .সুর এবং সংগীত পরিচালনা করেছেন অনিক শাহান । এবং গানটি অবমুক্ত করা হয়েছে ‘বসুধা মিউজিক ‘ নামের একটি ইউটিউব চ্যানেলে ।
উল্লেখ্য .সাবরিনা ‘সাবার জনম জনম’ এবং ‘পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো ‘ সহ বেশ কিছু জনপ্রিয় গানের গায়িকা তিনি ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: Edibles UK
Pingback: situs toto
Pingback: fox888
Pingback: สินค้ากิฟฟารีน
Pingback: Villa for Rent in Phuket