সিএন নিউজ২৪.কম ।
এক প্রহরে হেমন্ত
ছুঁয়েছিলো,
সখিনা দুচোখের
আগামীর স্বপ্ন।
সেদিন পাকা ধানের ঘ্রাণ,
জানান দিচ্ছিলো
সখিনার পেটের
নির্ভানার কথা।
সখিনার পরিশ্রম স্বার্থক
হলো,
স্নপ্ন সেদিন দিয়েছিলো
সখিনার দু’চোখে কিছু রঙ,
ভোরের শিশিরের হঠাৎ
বুকফাটা চিৎকার।
হঠাৎ ঝড়ে লণ্ড ভণ্ড হয়ে
গেলো সখিনার পাকা
ধানের সব ডগা।
ডুকরে কেঁদে উঠলো
এক অসহায় নারী,
সখিনার দু’চোখে কষ্টের
অশ্রু ধারা,
এলো মেলো চুল দু’চোখে
স্বপ্ন ভঙ্গের বেদনা,
আঁচল ছুঁয়েছিলো মাটি।
ঘোমটা ছিলনা সেদিন
আপাদমস্তক জুড়ে
ছিলো ধূলোবালি।
মুখটা পাণ্ডুর ফ্যাকাশে
সেদিন টপ টপ ঝরে
পড়ছিলো দু’চোখ বেয়ে
অশ্রু বৃষ্টির ফোটা গুলো।
হেমন্ত বেদম নিঃশ্বাস
টেনেছিলো কষ্টে সেদিন,
এক নারীর অনাগত স্বপ্ন
ভঙ্গের স্বপ্নটায়॥
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
