নিজস্ব প্রতিবেদকঃ
পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০১৮ প্রদান অনুষ্ঠান আজ বুধবার পিআইবি’তে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাছান মাহমুদ, এমপি।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় তথ্য সচিব জনাব আবদুল মালেক, এটুআই’র পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী।
অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন, পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জনাব আবেদ খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পিআইবি’র মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ।
৭টি ক্যাটাগরিতে মোট ৭জন সাংবাদিককে এবার পুরস্কৃত করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: เว็บดูหนังออนไลน์ฟรี 24 ชั่วโมง
Pingback: บุหรี่นอกราคาถูก
Pingback: เทปใส
Pingback: clothing manufacturer